গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়,কারখানা সিলগালা !
রেজানুর ইসলাম:গাজীপুর থেকে
গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জিএমপি‘র পূবাইল মেট্রো থানাধীন মাজুখান ও হারবাইদ এলাকায় (Mobile Court) পরিচালিত হয়।এ সময় (১)মাজুখান বাজারের পশ্চিম পার্শ্বে একটিভ স্কুল রোডে অবস্থিত মডার্ণ আলফা নামক নকল Glucose (গ্লুকোজ),গ্লিসারিন ও গোলাপজল উৎপাদনের কারখানা সীলগালা করে দেয়া হয় এবং (২) হারবাইদ এলাকায় অবস্থিত এলিট কনজুমার প্রোডাক্টস্ নামক আরেক নকল প্রতিষ্ঠানের মালিক-কে ৮০,০০০/- টাকা জরিমাণা করা হয়।উক্ত অভিযানে নেতৃত্ব দেন জনাব রুবাইয়া ইয়াসমিন,বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট,জেলা প্রশাসন,গাজীপুর ও বিশেষভাবে সহযোগিতা প্রদান করেন জনাব মুহাম্মদ আবদুছ ছালাম,জেলা বাজার কর্মকর্তা,গাজীপুর।উক্ত অভিযানে আইন-শৃংখলা রক্ষা ও নিরাপত্তার দায়িত্ব পালন করেন স্বশস্ত্র আনসার-ব্যাটেলিয়ানের সদস্যবৃন্দ।